বগুড়া শেরপুর পৌরসভার সকাল বাজার এলাকায় সুকুমার দত্ত (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সুকুমার দত্ত পৌর শহরের কলেজ রোড এলাকার শ্রীরামপুর পাড়ার স্বর্গীয় সুরেশ দত্তের ছেলে। বুধবার (৩রা ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে পাঁচটায় অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল বগুড়া ) জনাব মোঃ গাজীউর রহমান এর নেতৃত্বে শেরপুর থানা পুলিশের একটি চৌকস টিমের হাতে ১৭০ লিটার দেশীয় মদ ও মদ বিক্রির সরঞ্জামাদিসহ সুকুমার দত্ত আটক হয়। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ গাজিউর রহমান বলেন,অবৈধভাবে দেশী মদ বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।