ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামে অবস্থিত”হাফেজ আল আরেফ (রহঃ)তা’লীমুল কোরআন মাদ্রাসার” বার্ষিক সবকদান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে।আজ (০৬ ফেব্রুয়ারী) শনিবার সকালে নিজপানুয়া বড় মসজিদের দ্বিতীয় তলায় উক্ত সবকদান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও আলেমেদ্বীন আলহাজ্ব এনামুর রশীদের সভাপতিত্বে ও প্রতিষ্ঠান প্রধান আবদুল্লাহ্ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান মোহনা টেলিভিশনের ফেনী -১এর প্রতিনিধি সাংবাদিক এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জান্নাতুর রায়হান (জিল্লু) ও উপদেষ্টা রেফাজ উদ্দীন খন্দকার (সেন্টু)। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউছার হামিদ শিকদার (পিনু), দাতা সদস্য আলি আজগর শাহাজাদা,দাতা সদস্য নঈম আক্তার কাঞ্চন,দাতা সদস্য খুরশিদ আলম রুমেল,দাতা সদস্য সাইফুল্লাহ্ খোন্দকার,সদস্য আজিজুল বারি ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন।এসময় এক শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ও নয় শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণসহ সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।শেষে মরহুম হাফেজ আল-আরেফ (রহঃ)সহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা মৃত্যুবরন করেছেন সেসকল মরহুমের আত্নার মাফগেরাত কামনায় ও সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।