আজ রবিবার থেকে ফেনীতে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন প্রথম টিকা গ্রহনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। শুরুতে বেলুন উঠিয়ে এ কার্যাক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, বিএমএ ফেনীর সাধারন সম্পাদক ডা. বিমল দাস, ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, এনএসআই উপ-পরিচালক আবু ইউছুফ, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা.কৃষ্ণ পদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন
এরপর টিকা দিতে আগ্রহী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে একে একে টিকা দেন। টিকা গ্রহনকারী সকলকে ফুল দিয়ে বরন করা হয়।