বগুড়ার শেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মোঃ রনি সরকারের হাতে গড়া সংগঠন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এছাড়াও মিডিয়া পার্টনার ছিল বিজয় টিভি, দৈনিক চাঁদনি বাজার, জাহান আইপি টিভি এবং এশিয়ান টিভি। পৌরসভার বিকাল বাজারে নব নির্মিত কিচেন মার্কেটের বাহিরবাটিতে ডেকোরেটর ডেকোরেশনের মাধ্যমে মন্দির বানিয়ে এই পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। অর্ঘ্য আর অঞ্জলির মধ্য দিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা। এদিন সকালে ক্ষণিক বানানো এই মন্ডপ সহ পৌরসভার পাড়ায় পাড়ায় পূজামণ্ডপগুলোতে দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এছাড়াও স্বরস্বতী দেবীর সামনে হাতেখড়ি দিয়ে অনেক শিশুদের বিদ্যাচর্চার শুরু করে। সনাতন ধর্মমতে স্বরস্বতী হচ্ছে জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী।
অনুষ্ঠিত এই স্বরস্বতী পূজার সহযোগিতায় ছিল, সরকার ষ্টোর, মানহা সুপার সোপ, সরকার ফার্নিচার, শিল্পী ষ্টোর, সৈনিক পেপার হাউজ এন্ড ষ্টেশনারী, মুক্তা ভ্যারাইটি ষ্টোর এন্ড মানিক রতন কফি হাউজ, মুন ইরাফি গার্ডেন সিটি, ওয়ান টু নাইনটি নাইন এবং শেরপুর সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক সমিতি।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ জানান স্বরস্বতী উপলক্ষ্যে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে এবিষয়টি মাথায় রেখে পুলিশ সব সময় তৎপর রয়েছে।