বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবীতে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজারের নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মম ভাবে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সারা দেশের ন্যায় বগুড়ার শেরপুরেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি শেরপুর উপজেলা ও বার্তা বাজার পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টায় স্থানীয় বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে আয়োজিত ঘন্টাব্যপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি শেরপুর উপজেলা শাখার আহব্বায়ক সেলিম রেজার সভাপতিত্বে ও যুগ্ন- আহব্বায়ক আবু রায়হান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা, বার বার সাংবাদিক হত্যা, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এগুলোর বিচার ও জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করার দাবী জানান তারা। আর যেন কোন ভাই খুন না হয়, আর যেন প্রতিবাদ মানববন্ধনে রাস্তায় কোন সাংবাদিকদের দাড়াতে না হয়, এমনটাই আশা প্রকাশ করেন শেরপুরের সাংবাদিকরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মীর সালাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি জিয়াউদ্দিন লিটন, দৃষ্টি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, বার্তা বাজার রাশিদুল হক, ডেল্টা টাইমস এর শহিদুল ইসলাম শাওন,জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময় এর নির্বাহী সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সনাতন সরকার, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আঁড়াল অনুসন্ধান এর সম্পাদক জাকির হোসেন রনি উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ- সভাপতি সারোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মোত্তালিব সরকার,আব্দুর রাজ্জাক, মশিউর রহমান মিলন, শ্রী অশোক, মামুন, আব্দুস সালাম প্রমূখ।