ফেনীর ছাগলনাইয়ায় শুভপুরে দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মোয়াজ্জেম হোসেন শিকদার (মামুন) এবং দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী শনিবার সকালে নব-নির্মিত ভবন দুইটির ফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ফেনী-০১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।এরপর কলেজ মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোয়াজ্জেম হোসেন শিকদার মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ শিরীন আখতার।ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আলী এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃআল মমিন,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম,উপজেলা জাসদের সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রেজাউল করিম খোন্দকার,১০ শ্রেণীর শিক্ষার্থী শাকিফুল ইসলাম,৯ম শ্রেনীর শিক্ষার্থী নুজহাত তাবাচ্ছুম।

শেষে উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের জন্য যারা জীবন দিয়েছেন সে সকল বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গান, আঞ্চলিক গান,নৃত্য ও আধুনিক গানসহ বিভিন্ন ধরনের গান উপভোগ করেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে প্রতিষ্ঠানে সভাপতির নিজ নামে নির্মিত হয় “মোয়াজ্জেম হোসেন শিকদার (মামুন)ভবন” এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে ৯৬ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবণ নির্মাণ করা হয়।