ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাঁধানগর ইউনিয়নস্থ পশ্চিম মধুগ্রাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজীদ দারোগা বাড়ীতে ৪ মার্চ রাতে আগুনে পুড়ে ছাই হলো ৪ টি বসত ঘর।
আগুন লাগার সাথে সাথে মুহুর্তের মধ্যে আগুনের তীব্রতর লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল ওই বাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজীদের বসত ঘরসহ একই বাড়ীর মোঃমোস্তফা,মোঃআনোয়ার ও আব্দুল গণীর বসত ঘর।আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান,তারা তাদের পরনের কাপড় ব্যাতিত আগুনের কবল থেকে আর কিছুই রক্ষা করতে পারেন নি।আগুন লাগার সংবাদ শুনে ছাগলনাইয়া পৌর শহরে থাকা ফায়ার সার্বিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রয়ণ করেন।কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছিল সে বিষয় প্রাথমিক অবস্থায় কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন,ছাগলনাইয়া উপজেলা ফায়ার সার্বিস এর দায়িত্বরত কর্মকর্তা।