২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায় আওয়ামীলীগ নেতা মোঃ রেজাউল করিম পাটোয়ারী।১৯৯২ সালে ফুলগাজী উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব গ্রহনের মাধমে রাজনীতিতে প্রবেশ করে ১৯৯৮ সালে পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এই নেতা।এছাড়াও তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক দায়িত্বের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন।তারই ধারাবাহিকতায় তিনি একই ইউনিয়নের দক্ষিণ গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হিসেবে দলীয় দায়-দায়িত্ব পালন করে যাচ্ছেন।চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ রেজাউল করিম পাটোয়ারী বলেন তাঁর একান্ত্য সাক্ষাৎকারে বলেন তিনি নির্বাচনে জয়যুক্ত হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন।বিশেষ করে সীমান্তবর্তী ইউনিয়নটির যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই হবে তার প্রথম এবং প্রধান কাজ ।