ফেনীর ফুলগাজী উপজেলা ৫ নং আমজাদহাট ইউনিয়নে গত শুক্রবার ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সদস্য ৫ নং আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক বিসমিল্লাহ টেডাস, বিসমিল্লাহ ডেইরি ফার্ম এর স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন মজুমদার দিদার এর সার্বিক সহযোগিতায় এই কেরাত ও নাশীদ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাফেজ আরিফুল ইসলাম ও হাফেজ কাওছার আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য ৫ নং আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন মিরু
দশটি মাদ্রাসার ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে কেরাতে প্রথম স্থান অর্জন করেন মোঃ আরমান হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তৃতীয় স্থান অর্জন কারেন আব্দুল আল আরমান।
নাশীদে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মোঃ সানাউল্লাহ, দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ আব্দুস সালাম তৃতীয় স্থান অর্জন করেন শেখ আশরাফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফেনী জেলা পরিষদ সদস্য ৫ নং আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ৫নং আমজাদহাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সুরুজ জামান, ৫নং আমজাদহাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ৫ নং আমজাদহাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুল আলম ভূঁইয়া, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য ২নং ইউপি সদস্য মোশাররফ হোসেন প্রমুখ ।
ওলামায়ে কেরাম মাওলানা নুরুল্লাহ সাহেব মুহতামিম নুরপুর মাদ্রাসা, মাওলানা আব্দুল আউয়াল সাহেব মুহতামিম আমজাদ হাট দারুল কোরআন মাদ্রাসা, মাওলানা আব্দুল মতিন সাহেব মুহতামিম ফেনাপুষ্করনী নূরে মাদিনা হামিউসসুন্নাহ মাদ্রাসা, মাওলানা ফয়জুল্লাহ সাহেব চাঁদগাজী মাদ্রাসা, মাওলানা আহসান উল্লাহ সাহেব ছাগলনাইয়া মাদ্রাসা।
উক্ত প্রতিযোগিতা বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ আবুল খায়ের সাহেব চাঁদগাজী মাদ্রাসা, মাওলানা হাফেজ সালমান সাহেব তার তিরুল কোরআন মাদ্রাসা
দশটি মাদ্রাসার ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন
প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন কারি দের কে নগদ অর্থ পুরস্কৃত করা হয়। রহিম মেম্বার এর পক্ষ থেকে পাগড়ী প্রদান করা হয়। শামসুল আলম ভূঁইয়ার পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীকে সান্তনা পুরস্কার কিতাব প্রদান করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে মুক্তি মাহমুদুল হাসান মাসুম সাহেব মুহতামিম উত্তর তারাকুচা জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসা।