জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ২০২১ উদযাপন উপলক্ষে ফুলগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল আলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিকমল মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, জাসদ ফেনী জেলা কমিটির সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বশর, থানার উপ পরিদর্শক মোঃ মনির হোসেন।
উপজেলা আইসিটি কর্মকর্তা আসমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।