ফেনী প্রেসক্লাবের পক্ষ থেকে এক শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। রবিবার ১৪ মার্চ সন্ধ্যার পর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পশ্চিম পদুয়া গ্রামের ৩নং ওয়ার্ডের শারীরিক ও মানষিক প্রতিবন্ধি সফিকুর রহমানের (৪০) জন্য তার পিতা রফিক আহাম্মদের হাতে এ হুইল চেয়ারটি তুলে দেয়া হয়। এ সময় ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ, সাধারণ সম্পাদক এন এন জীবন, যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, কার্যাকরী সদস্য কাজী নজির আহাম্মদ ও স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার এরশাদ উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।