ফেনী দাগনভুঞাঁ ১নং সিন্দুরপুর ইউনিয়নের চোন্দারপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে দাগানভুইয়া থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদের দিক নির্দেনশনায় অফিসার ফোর্সদের সহায়তা নিয়ে ১ কেজি শুকনো গাঁজা ও ১৯০টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার করে কোরাইশ মুন্সি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক। ইনচার্জ মোজাম্মেল হক জানান, চোন্দারপুর গ্রামের বাসিন্দা জাফর ইমাম জন্টু (৪৩) মুরগির খামারের মুরগি বিক্রির আড়ালে গাজা বিক্রি করতো। এ সময় তার নিকট হইতে এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তার দেখানো তথ্যমতে বসত বাড়ির ছাঁদ হইতে ১৯০( একশত নব্বই)টি চাষ কৃত গাঁজার গাছ উদ্ধার হয়।