আগামী ২১শে মার্চ ফেনীর ছাগলনাইয়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
ওই দিন বিকেলে তিনি ছাগলাইয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মজীবী নারীর প্রতিষ্ঠার ৩০বছর উপলক্ষে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নারী ও নারী শ্রমিক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ।
ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের সভাপতিত্বে কর্মজীবী নারীর আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর উপস্থিত থাকার কথা থাকলেও শনিবার তিনি সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও অতিথি হিসেবে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন বক্তব্য রাখবেন বলে কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমিন কবির ফেনী সমাচারকে জানিয়েছেন।
জানা গেছে রবিবার (২১ মার্চ) সকালে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে তিনি হেলিকাপ্টার করে ফেনীতে পৌঁছাবেন ।এরপর তিনি ফেনী সার্কিট হাউজে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার গ্রহণ করবেন।







