প্রবীণ সাংবাদিক দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
প্রবীণ এই সাংবাদিক সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।