ফেনীর ছাগলনাইয়ায় রাবেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধারকর করেছেন ছাগলনাইয়া থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামে।
জানা যায়,২২ মার্চ আনুমানিক সন্ধ্যা ৬টার সময়ে রাবেয়ার স্বামী মোঃ আলী কাজ শেষে ঘরে ফিরে স্ত্রীর মৃত দেহ দেখতে পান। সাথে সাথে কান্নায় ভেঙ্গে পড়লে আশপাশের মানুষরা এগিয়ে আসে।
ঘটনাটি জানাজানি হলে দ্রুত সময়ের মধ্যে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ ঘটনাস্থলে পৌছান এবং ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেন।
কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই রাবেয়ার হত্যাকারী পাষণ্ড স্বামী আলী বাড়ীর লোকজনকে সাথে নিয়ে নিজের ঘরে প্রবেশ করে,রাবেয়ার শরীরে নাড়া দিয়ে রাবেয়ার নাম ধরে কয়েক বার জোরে জোরে ডাকাডাকি করে বলতে থাকেন,আমার রাবেয়া আর নেই সে আমাকে একা রেখে চলে গেছে।এরি মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে আলী পুলিশ দেখে স্ত্রীর শোকে বার বার মুর্ছা যাচ্ছেন এমন অভিনয় করতে থাকে।এদিকে পুলিশ লাশের সুরতহাল করাকালীন রাবেয়ার মুখে আঘাতের চিহ্ন রয়েছে বল্লে, মুর্ছা যাওয়া রাবেয়ার স্বামী আলী হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠেন,আমার রাবেয়া মারা যায়নি,আমার রাবেয়াকে খুন করা হয়েছে।রাবেয়ার মৃত্যুর ঘটনা স্বাভাবিক না হত্যাকান্ড এই বিষয় পুলিশ নিশ্চিত হওয়ার পূর্বে মুর্ছা যাওয়া আলীর মুখে হঠাৎ এমন বাক্য শুনে, রাবেয়ার স্বামী আলীর উপর পুলিশের সন্দেহ সৃষ্টি হয়।সন্দহের বিষয়টি আমলে নিয়ে, ছাগলনাইয়া থানার বিচক্ষণ অফিসার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম আলীকে বুঝতে না দিয়ে,ঘটনাস্থল থেকে সরে গিয়ে আলীর অজান্তে বাড়ীর অন্যান্য পরিবারের লোকজনসহ আশপাশের লোকজনকে,আলী ও তার স্ত্রী রাবেয়ার মধ্যে সম্পর্ক কেমন ছিলো এই বিষয় জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের সন্দেহ বাস্তবতায় রুপান্তর হতে লাগলো।পুলিশের জিজ্ঞাসাবাদে বাড়ীর ও আশপাশের লোকজন আলী ও তার স্ত্রী রাবেয়ার মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া বিবাদ চলতো বলে পুলিশ জানান।কি বিষয় নিয়ে তাদের উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ চলতো পুলিশের এমন প্রশ্নের জবাবে, স্থানীয়দের মধ্যে অনেকে জানেন না বলে জানালেও কেউ কেউ বলেছেন,আলী তার স্ত্রী রাবেয়াকে পরকীয়া সম্পর্কে জড়িত বলে সন্দেহ করার কারণে,তাদের উভয়ের মধ্যে এই নিয়ে ঝগড়া লেগেই ছিল।রাবেয়া কি সত্যি পরকীয়া সম্পর্কে জড়িত ছিলো,পুলিশের এমন প্রশ্নের জবাবে,স্থানীয়দের মধ্যে এমন একজন ব্যাক্তিও রাবেয়ার পরকীয়া সম্পর্কের সত্যতার বিষয় নিশ্চিত কিছু বলতে পারেন নি।
রাবেয়ার স্বামী মোঃআলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে বলে জানাযায় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ।