সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বার্তার পর লক্ষ্মীপুর আদালত ভবনের পাঁচতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব হোসেন রোমান নামের এক যুবক। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক পৌরসভার উত্তর মজুপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, পারিবারিক কলহ বা অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে কিনা, সে বিষয় মাথায় নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।রাকিব হোসেন রুমান শহরের মটকা মসজিদ এলাকায় তার বড় ভাইয়ের সঙ্গে যৌথ (ভাঙ্গারী) ব্যবসা করতেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে সবাই যখন নিজ নিজ কর্মে ব্যস্ত রয়েছেন ঠিক তখনি একটি শব্দ শুনতে পান আশপাশের লোকজন। এ সময় দেখতে পান একজন যুবক মাটিতে পড়ে আছেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তার বড় ভাই সোহেল গণমাধ্যমকর্মীদের জানান, সকালে রাকিবকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করা হয়। পরে তিনি দোকান থেকে অভিমান করে বের হয়ে আসে। এরপর তার মৃত্যু সংবাদ শুনতে পান বলে জানান তিনি।
স্থানীয়দের ধারণা ভাইয়ের সঙ্গে অভিমান করে তিনি এ কাজটি করেছেন।এদিকে এ ঘটনার আধা ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে (রাকিব হোসেন রোমান) ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন রাকিব। ভিডিওতে তার এ মৃত্যুর জন্য কেউ দায়ী নন উল্লেখ করে অনেক ভুল করেছেন জানিয়ে মা-বাবার কাছে ক্ষমা চান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন জানান, রাকিব হোসেন হাসপাতালে নেয়ার আগে মারা যায়। তবে মাথায় রক্তক্ষরন ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। ময়নাতদন্তের পর প্রতিবেদন দেয়া হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, পারিবারিক কলহ বা অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে কিনা, সে বিষয় মাথায় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতার মর্গে রাখা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।