ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের পূর্বদেবপুর গ্রাম থেকে গত ২২ মার্চ রাতে রাবেয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেন,ছাগলনাইয়া থানার পুলিশ।গৃহবধূ রাবেয়ার লাশ উদ্ধারপূর্ব পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীকালীন,লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পান।সুরতহাল রিপোর্ট অনুযায়ী আঘাত জনিত কারণে রাবেয়ার মৃত্যু হতেপারে বলে ধারণা করেন পুলিশ।ঘটনাস্থল থেকে গৃহবধূ রাবেয়ার লাশ থানায় নিয়ে আসা কালীন,রাবেয়ার হত্যাকারী স্বামী,মোঃআলী তখনো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
একপর্যায় হত্যার শিকার গৃহবধূ রাবেয়ার পিতা মেয়ের লাশের সাথে থানায় এসে,রাবেয়া হত্যাকান্ডের ঘটনায় রাবেয়ার স্বামী মোঃআলীকে অভিযুক্ত করে,থানায় অভিযোগ দায়ের করলে,অভিযোগটি পাওয়ার সাথে সাথে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে, অভিযুক্ত আসমী মোঃআলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।২৪ মার্চ পুলিশ আসামী মোঃআলীকে আদালতে প্রেরণ করলে,মোঃআলী তার স্ত্রী রাবেয়াকে প্রথমে গলা টিপে ধরে ও পরে তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেছে বলে,স্ত্রী হত্যার দায় স্বীকার করে,আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।