২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী ।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দীন মজুমদার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেজবাহ্ উদ্দীন আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন,বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।