ফুলগাজীতে গ্যাস সিলিন্ডারের সংযোগকারী চুলার রেগুলেটর বিস্ফোরিত হয়ে ৪ সহোদরের বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১এপ্রিল) রাত সোয়া আটটায় কুতুবপুরের মনু ভুঞা বাড়ির চার সহোদর বেলাল,লিটন, বাদল,দুলালের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একই গৃহে অবস্থিত পৃথক রান্নাঘরের ৪ টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াভহতা বৃদ্ধি পায়।উল্লেখ্য, কুতুবপুরের মনু ভুঞা বাড়ীর প্রবাসী চার সহোদর বর্তমানে কুয়েত ও মালয়েশিয়ায় রয়েছে।
আগুনে ঘরের ফ্রীজ, আসবাবপত্র ও স্বর্ণালংকার সহ মুল্যবান জিনিস পত্র পুড়ে যায়।সংবাদ পেয়ে লিডার আবদুস সবুরের নেতৃত্বে ফুলগাজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কুতুবপুরে পৌঁছুলেও গতিয়া খালের উপর নির্মিত সরু ব্রীজের কারণে ঘটনাস্থলে গাড়ী যেতে পারেনি।পরে এলাকাবাসীর সহযোগীতায় গতিয়া খালে পাইপ সংযোগ দিয়ে পানির ব্যবস্থা করা হয়।এ সময় এলাকাবাসী আগুন নেভানোর কাজে সহযোগীতা করেন।
কুতুবপুরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ীটি পরিদর্শন করেন ফুলগাজীর ইউএনও ফেরদৌসী বেগম।এসময় মুন্সীরহাটের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, স্থানীয় ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা আক্তার, হোসেন সহস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলোন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহযোগীতা করেন।
ইউএনও ফেরদৌসী বেগম ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
ফায়ারসার্ভিস ইউনিটের লিডার আবদুস সবুর বলেন আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।গ্যাসের চুলার রেগুলেটর হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।