ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রলার আটক করেছে উপজেলা প্রশাসন।এসময় ট্টলারের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। গত ৩০ এপ্রিল শুক্রবার সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনরত একটি ট্রলার আটক করা হয়।
নদী ভাঙন প্রবন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ট্রলারের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করে সহকারী কমিশনার(ভূমি) হুমায়রা ইসলাম।
অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মধুগ্রাম ক্যাম্প এর কোম্পানী কমান্ডার সহ অন্যান্য জওয়ানরা উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার জানান
জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় এলাকাবাসী গণমাধ্যমকে জানায় একটি চক্র বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে সীমান্তের নোম্যন্স ল্যান্ড( জিরো পয়েন্ট) থেকে রাতের আধাঁরে ট্রলারে করে বালু উত্তোলন করছে।বালুখেকোদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে পারেনা।তারা আরো জানায় সীমান্ত রেখা থেকে বালু উত্তোলনের বিষয়টি বর্ডার গার্ড(বিজিবি) কে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহন করছেনা।নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে অপরদিকে নদীর দুই পাশ ভেঙ্গে যাওয়ায় পাড়ে বসবাসকারী ব্যক্তিরা সঙ্কায় অাছে এবং নির্ঘুম রাত কাটছে।অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে এমনটাই দাবী স্থানীয়দের।