
ফেনীর ঐতিহ্যবাহী জালালিয়া সুইটস্ এন্ড পেস্ট্রি সপ এর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।দীর্ঘ ঐতিহ্য ও সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়ায় পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর পরিবেশে খাবার পরিবেশনের লক্ষ্যে পৌর শহরের প্রাণ কেন্দ্রে উক্ত শাখার উদ্ধোধন করা হয়।১১মে মঙ্গল বার বিকেলে পৌর শহরের প্রধান সড়কে(মেইন রোডে) এক্সিম ব্যাংক এর পশ্চিম পার্শে ইলিয়াছ কমপ্লেক্সে দোয়া মোনাজাতের মাধ্যমে শাখাটির উদ্ধোধন হয়।এসময় উপস্থিত ছিলেন জালালিয়া সুইটস্ এন্ড পেস্ট্রি সপ্ এর স্বত্তাধিকারী রাজু আহাম্মেদ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আবুল কালাম মজুমদার, শাখার পরিবেশক মোঃ আবুল কালাম মজুমদার,ব্যবস্থাপক মামুনুল ইসলাম,ঢাকা নবাবপুর এর বিশিষ্ট্য ব্যবসায়ী মজুমদার ইলেক্ট্রনিক্স এর স্বত্তাধিকারী আবদুল মোতালেব মজুমদার,এসকে ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম কাজী ও ভুট্টু থাই গ্লাস এর স্বত্তাধিকারী মোস্তফা কামাল চৌধুরী ভুট্টুসহ ব্যবসায়ী,রাজনীতিবিদ ও বিভিন্ন পেশার মানুষ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসমাঈল মুন্সি জামে মসজিদের ইমাম মাওলানা হেদায়েত উল্যাহ্।
