
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের নিজ গ্রামে সংবর্ধিত হলেন বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতি(বিজিএমই) এর নব-নির্বাচিত পরিচালক ও ফ্যাশন পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান নয়ন।
১৬ মে রবিবার সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের করৈয়া বহুপার্শিক উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।সাউথ কুহুমা ব্লাড ব্যাংকের ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি বিজিএমইএর নব-নির্বাচিত পরিচালক মিজানুর রহমান নয়ন।বিশিষ্ঠ্য সমাজসেবক রুহুল আমিন এর সভাপতিত্বে ও আয়াজ আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশিষ্ঠ্য সমাজসেবক দ্বীন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গনি আহমেদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, সাবেক কর কমিশনার আ জ ম সেলিম, এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্তাধীকারী মোঃ জাফরসহ সাংবাদিক, রাজনৈতিক,পেশাজিবী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় বিজিএমই এর নব নির্বাচিত পরিচালক মিজানুর রহমান নয়ন কে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন ছাগলনাইয়া প্রেসক্লাব, সাউথ কুহুমা ব্লাড ব্যাংক, নাছিরা দিঘি সমাজ কল্যান সংস্থা, বাইশ বাড়ি সমাজ কল্যান সংস্থা, ছাগলনাইয়া ব্লাড ব্যাংক, উত্তর কুহুমা সমাজসহ অর্ধ শতাধিক সংগঠন। শেষে মিজানুর রহমান ও তাঁর পরিবারের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।