জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমী ফেনী জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা ও অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গতকাল শনিবার বিকেলে জেলা নজরুল একাডেমীর কার্যালয় ৪৭ গুদাম কোয়ার্টারে আলোচনা সভায় নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জি এ একাডেমির প্রধান শিক্ষক বিশিষ্ট কবি তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সচিত্র সোনার হরিণ পত্রিকার প্রধান সম্পাদক জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মোহাম্মদ ইকবাল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শান্তি চৌধুরী, ফেনী জেলা শিল্পকলা একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য সমরজিৎ দাস টুটুল, সাহিত্য সংগঠন বল পয়েন্ট এর প্রধান সমন্বয়ক কবি ইকবাল আলম,
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ,
সচিত্র সোনার হরিণ পত্রিকার নির্বাহী সম্পাদক সাইরাস চৌধুরী, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাইফ উদ্দিন শাহীন, সপ্তাহিক নীহারিকা পত্রিকার সম্পাদক কবি রফিকুল ইসলাম, ফুলগাজী শিল্পকলা একাডেমীর সিনিয়র সদস্য প্রবীণ চারু শিল্পী সুনীল দাস, ফেনী থিয়েটারের সিনিয়র সদস্য বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কৌতুক অভিনেতা ইমরান শাহ আলম, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক কবি উত্তম দেবনাথ, সোম বিদ্যা নিকেতনের প্রধান সমন্বয়ক বিশিষ্ট কণ্ঠ শিল্পী কবি মৌসুমী সোম, ফেনী সাহিত্য একাডেমীর মহাসচিব তোফায়েল ইসলাম মিলন, অনির্বাণ প্রধান সমন্বয়ক কবি শাহ আলম ভূঁইয়া, ইনভাইট মিডিয়ায় স্বত্বাধিকারী রাশেদুন্নবী রাজিব প্রমূখ।
উক্ত আলোচনা সভার শুরুতে কবি শাহ আলম ভূঁইয়ার কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে কবি, শিক্ষক ফরিদা আখতার মায়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তার একটি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সংগীত বিষয় শিক্ষক পিনুশ্রী বণিকের কন্ঠে পরিবেশিত হয় নজরুলের সেই বিখ্যাত একাধিক কালজয়ী গান।
এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে একাডেমীর সংগীতশিল্পী সংলাপ চন্দ্র শীল ও জুঁই সাহা।
উল্লেখ্য:- করোনার প্রাদুর্ভাবে ঢাকা কেন্দ্রীয় নজরুল একাডেমীর ঘোষণা অনুযায়ী অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষে অনলাইন ভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংগীত পরিবেশন করা হয়।