ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২১ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ জুন বুধবার সকালে হাসপাতাল সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিহাব উদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হোমায়রা ইসলাম।ডাঃ নাবিলা হক এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিহাব উদ্দীন।শিশুর পুষ্টি সেবা নিয়ে বক্তব্য রাখেন ডাঃ সাকিব মোঃ সাব্বির।বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতউল্লাহ্ শিফাত,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোকসেদ আলম পাটোয়ারী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোঃ শাহ্ আলম,সাংবাদিক এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব(মোহনা টিভি),নুরুজ্জামান সুমন(যুগান্তর),নজরুল ইসলাম চৌধুরী(দৈনিক ফেনী) ও এনায়েত উল্যাহ সোহেল।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেনসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। শেষে উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়।