উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা)এর সহায়তায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের অর্থায়নে নারীর অধিকার প্রতিষ্ঠায় ” বিদ্যমান আইনী সহায়তা ও তৃণমূল নারী নেতৃত্বের ভূমিকা”শীর্ষক তিন দিন ব্যাপী সেমিনার হয়েছে।উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে ৭-৯ জুন পর্যন্ত তিন দিনের কর্মশালায় মোট এক শত বিশ জন নারী প্রশিক্ষনার্থী অংশ নেয়।সমাপনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হোমায়রা ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট পেসিলেটেটর সৈয়দ আজিজ উল্যাহ।উল্লেখ্য গত ৭ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ড.মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী।