বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল মৃত্যু বরণ করেছেন (ইন্না,,,,,,,রাজিউন)। গতকাল (২৩জুন) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। পরিবার সুত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবৎ তিনি নানা জটিল কঠিন রোগে ভুগছিলেন এবং মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুইজন ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ঐদিন বাদ আছর তার গ্রামের বাড়িতে নামাজে জানাজার আগে মরহুমের কফিনে পূষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম,সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান,সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, সাবেক কমান্ডার মোঃ ওবায়দুর রহমান, মোঃ জাকারিয়া, আত্মীয় স্বজন,মুক্তিযোদ্ধাগণ দুই ছেলেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাদ মাগরিব নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , বীর মুক্তিযোদ্ধা সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এস,এম,শাহাদাৎ হোসেন টুকু, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।