
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার সত্বেও প্রতিপক্ষের জায়গা দখল করে চলছে ভবন নির্মাণ কাজ। অবৈধভাবে পেশী শক্তি খাটিয়ে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মৃত শেখ নিজাম উদ্দিনের পুত্র মোঃ এনামুল হকের বিরুদ্ধে।
সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামে মৃত শেখ মোহাম্মদ জাফরের পুত্র শেখ মোহাম্মদ আরিফের সঙ্গে একই বাড়ির মৃত শেখ নিজাম উদ্দিনের পুত্র মোঃ এনামুল হকের জায়গা নিয়ে দীর্ঘ সময় সময় ধরে বিরোধ চলছে। সম্প্রতি বিরোধীয় জায়গা দখল করে মোঃ এনামুল হক ভবন নির্মাণ কাজ শুরু করে। ১৫জুন শেখ মোহাম্মদ আরিফ ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিস মামলা (নং-৩৩৯/২০২১) দায়ের করেন। আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা আরোপ করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোঃ এনামুল হক ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় ভবন নির্মান কাজ চালু রাখেন। শেখ মোহাম্মদ আরিফের অভিযোগ ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় প্রতিপক্ষ অন্যায়ভাবে তার জায়গায় ভবন তৈরী করছে।
২২জুন মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ চলছে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে নির্মাণ শ্রমিকরা ঘটনাস্থল থেকে সরে যায়।
অভিযুক্ত মোঃ এনামুল হক বলেন, আমাদের জায়গায় আমরা ভবন নির্মাণ করছি। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি থানা থেকে নোটিশের মাধ্যমে আমরা জেনেছি। নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর বলেন, নোটিশের মাধ্যমে নালিশী ভূমিতে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি উভয় পক্ষকে জানানো হয়েছে। আজও আমি ঘটনাস্থলে গিয়েছি কাউকে কাজ করতে দেখিনি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।