ফেনীর ছাগলনাইয়ায় ঘোপাল ইউনিয়নের নতুন সমিতি বাজারে প্যারাগন কম্পিউটার এজেন্ট ব্যাংকিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।২৯ জুন মঙ্গলবার দুপুরে নতুন সমিতি বাজারে আনোয়ার আলী ভূঁইয়া মার্কেটের ২য় তলায় ফিতা কেটে উক্ত এজেন্টের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম উত্তর জোন এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোঃ নাইয়ার আজম।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বারইয়ার হাট শাখার এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক,বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মহসীন আলী,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আলমগীর ভূঁইয়া রনি,মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও উক্ত এজেন্ট এর পরিচালক মোঃ মহি উদ্দীন।