বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। নিহত যুবক আব্দুল মোমিন (২৪) উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামস্থ আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে।
এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাঈফ হোসেন।
থানা সুত্রে জানা যায়, নিহত যুবক আব্দুল মোমিন একজন মানষিক রুগী ছিল। অদ্য (৩রা জুলাই ) শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কোনো এক সময় শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে এসআই সাঈফ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিধি মোতাবেক লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তবে প্রাথমিক ধারণা হয় যে, এটি একটি আত্মহত্যা। ভিকটিমের মৃত্যুর জন্য কাহারো কোন সন্দেহ না থাকায় এবং আত্নীয় স্বজনের কাহারো অভিযোগ না থাকায় উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে লাশ সৎকারের জন্য অনুমতি প্রদান করা হয়।
ওসি শহীদুল ইসলাম বলেন, ভিকটিম একজন মানষিক রুগী ছিল মর্মে ব্যবস্থা পত্র পাওয়া গেছে। তাছাড়াও কাহারও কোনো অভিযোগ না লাশের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।