বিধিনিষেধ ভঙ্গ করায় মালয়েশিয়ায় ২৫ বাংলাদেশিকে ২৫ লাখ টাকা জরিমানা / দৈনিক প্রথম সময়
অনলাইন ডেস্ক
প্রকাশ :
শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
GEORGE TOWN, 23 Julai -- Seramai 25 lelaki warga Bangladesh hari ini didenda RM5,000 oleh Mahkamah Sesyen sini atas kesalahan melanggar prosedur operasi standard (SOP) Pelan Pemulihan Negara (PPN) dengan berhimpun secara beramai-ramai dalam satu premis pada Selasa lepas.
Kesemua tertuduh yang berkerja sebagai buruh binaan didakwa melakukan kesalahan itu dengan berhimpun bersama orang-orang yang lain di rumah Taman Desa Mutiara Indah, Batu Maung pada 20 Julai lepas kira-kira pukul 9 malam.
--fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
চলাচল সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করায় মালয়েশিয়ায় ২৫ জন বাংলাদেশি শ্রমিককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারলে দুই মাসের কারাদণ্ড হবে।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, ঈদের দিন তারা একসঙ্গে জড়ো হয়ে বাতু মং এলাকায় রাতের খাবারের আয়োজন করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকেরা সবাই একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মী। বয়স ২৩ থেকে ৪১ বছর।
মঙ্গলবার রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার সবাইকে সেশনস কোর্টে হাজির করা হলে বিচারক নরসালহা হামযাহ এই রায় দেন।
যে ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয় তার সর্বোচ্চ সাজা ১০ লাখ টাকা অথবা ছয় মাসের জেল।
এই ২৫ জনের মধ্যে ২১ জনের বৈধ কাগজপত্র আছে। বাকি চারজনকে আলাদা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।