কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষ। অপর দুইজন মেয়ে বলে বলে জানা গেছে।
মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলিজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই ওই এলাকার সৈয়দ আলমের পাঁচ সন্তান। সেখান থেকে প্রথমে দুইজন ও পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহামুদ আলী বলেন, সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।