চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টায় সৈয়দ চৌধুরী (৭০) এবং পরদিন বুধবার সকাল ৯টায় তার ছেলে মো. আলমগীর (৩৫) মারা যান।
বোয়ালখালীর চরখিজিরপুর এলাকার বাসিন্দা আবু সৈয়দ চৌধুরী ও তার ছেলে মো. আলমগীর দুজনই হাসপাতালের কভিড ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আলমগীর স্থানীয় একটি দোকানে চাকরি করতেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বোয়ালখালীর ইউএনও নাজমুন নাহার বলেন, চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ চৌধুরী মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান। এরপর বুধবার সকালে ওনার দাফনের কাজ প্রস্তুতির সময়ে তার ছেলে আলমগীরের মৃত্যুর খবর আসে। আলমগীরের দাফন বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
