জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে পরশুরাম সামাজিক বন বিভাগের উদ্যোগে বাগানের উপকার ভুগিদের মাঝে চেক প্রদান করা হয়েছে। ০৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামাল এর জম্মদিনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসব চেক প্রদান করা হয়।উপজেলা পরিষদ খোকামিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)প্রিয়াংকা দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার। রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি)নাছরিন আক্তার,ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকির হোসেন,ইউসিসি লিঃ এর চেয়ারম্যান এয়াছিন শরীফ মজুমদার ও উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষা রাবেয়া সুলতানা। শেষে সামাজিক বন বিভাগের পক্ষ থেকে ১৫ জন উপকার ভুগির মাঝে প্রতিজনকে ৪১ হাজার ২শত ২৪ টাকার চেক তুলে দেয়া হয়।
বিজ্ঞাপন
