চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জিমিকে হাজির করে পুলিশ। এরপর বনানী থানার মাদক মামলার সুষ্ঠু দন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
অপরদিকে আসামিপক্ষে রিমান্ডের আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম মাসুদুর রহমান জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (৬ আগস্ট) রাতে ইয়াবাসহ জিমিকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন