ফেনীর পরশুরামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জম্মবার্ষকী পালন করা হয়েছে।উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জম্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদারের সভাপতিত্বে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম. সফিকুল হোসেন মহিম এর সঞ্চলনায় অন্যান্যের মাঝে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জীবনের উপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী,বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর,মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাসুল আহমেদ মজুমদার,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফজলুল বারি মনছুর ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দীন ভাবন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চোয়ারম্যান জসিম উদ্দীন বুইজ্জা,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী ও যুবলীগের আহবায়ক এয়াছিন শরীফ মজুমদারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন পরশুরাম সরকারী কলেজ মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন।
বিজ্ঞাপন
