ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার শহরের পূর্ব উকিল পাড়ায় নিজ বাড়িতে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সুস্থবোধ করায় তাকে শুক্রবার সকালেই বাড়িতে নিয়ে যান স্বজনরা। তার মৃত্যুতে সবার মাঝে শোকের ছায়া নেমে পড়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বর্ষীয়ান এ রাজনীতিবিদ ফেনী সদর উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান তিনি। তার মৃত্যুতে নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসানসহ বিভিন্ন জন শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
