স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হয়েছে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।দিবসটি উপলক্ষে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় সীমান্তে বসবাসরত দুঃস্থ ও হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় অধিনায়ক (বিজিবি)স্বাধীনতার মহান স্থপতি জাতির, জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকীতে শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আত্নার মাগফেরাত কামনা করেন। এবং সীমান্তে অসহায় ব্যক্তিরা বর্তমানে করোনা কালীন পরিস্থিতিতে প্রাত্যহিক জীবিকা নির্বাহ করতে কষ্টসাধ্য হয়ে পড়ায় অত্র ব্যাটালিয়নের এই ক্ষুদ্র প্রয়াসটি অসামান্য অবদান রাখবে বলে অধিনায়ক (৪বিজিবি)আশা প্রকাশ করেন। এছাড়াও সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী ব্যাপক বিদ্যমান থাকায় স্থানীয় জনসাধারণকে সচেতন করার লক্ষে লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম, এএসসি, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন ( ৪ বিজিবি ) কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন। এছাড়াও ভবিষ্যতে ফেনী ব্যাটালিয়ন কর্তৃক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রাখার কথা জানান তিনি।