চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ ঘটনার প্রতিবাদে : ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপির / দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :
মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
চন্দ্রিমা উদ্যানের ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকা মহানগরের প্রতিটি থানায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যাওয়া নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জিয়ার কবরে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সূত্রপাত কী নিয়ে তা জানা যায়নি। পুলিশ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বিএনপি আজকের কর্মসূচির অনুমতি পায়নি বলে পুলিশের একজন সদস্য সময়ের আলোকে জানিয়েছেন।