“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই শ্লোগানে সেবা ও ভালোবাসায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে অবস্থিত সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ননীড় ক্লাব এর উদ্যোগে অক্সিজেন সেবা ও বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।০২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের আয়েশা কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্লাবের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।ক্লাবের সাধারন সম্পাদক ছালে ইমতিয়াজ আসিফ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ্ সেলিম,ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক,হাট হাজারী কে এম হাই স্কুলের প্রধান শিক্ষক জহর লাল দেবনাথ,ক্লাবের সভাপতি মন্ডলির সদস্য প্রভাষক জাহিদ হোসেন ও প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম চৌধুরী রাশেদ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য ডাঃ হারুন অর-রশীদ দুলাল,বোরহান উদ্দীন,মোঃ বেলাল হোসেন,মোঃ মাসুদ,আশ্রাফ স্বপন,আবদুর রহমান মিজান,প্রভাষক মোর্শেদ হোসেন,সোহেল সাব্বির,ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া,অক্সিজেন সেবা টিমের সমন্বয়ক মোঃ গিয়াস উদ্দীন,অক্সিজেন সেবার দল নেতা(টিম লিডার)ফারুক চৌধুরী,ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান,২নং ওয়ার্ড সদস্য ফজলুর রহমান সজিব ও ৩ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন পলাশ।

এসময় ক্লাবের অন্যান্য উপদেষ্টা,কার্যকরী পর্ষদের সদস্য, সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশিল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসি অনুষ্ঠানে অংশ নেয়।শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ব্যক্তির মাঝে ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন।উল্লেখ্য সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছেসেবি সংগঠনটি মানব সেবার মহান ব্রত নিয়ে ২০২০ সালের ৩ জুলাই অর্ধশত সদস্যের সমন্বয়ে “স্বপ্ননীড় ক্লাব” আত্ম প্রকাশ করে।