ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর শাহ্ আলম চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আজিজ আহম্মদ চৌধুরীর ১ম মৃত্যবার্ষিকী উপলক্ষে উক্ত কলেজে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ দোয়া ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ০৭ সেপ্টেম্বর সকালে কলেজ মিলনায়তনে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ একে এম মাহবুবুল আলম এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার।প্রভাষক বাবুল চন্দ্র শাহা এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে মরহুম আজিজ আহাম্মদ চৌধুরীর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার,মরহুমের ছেলে চৌধুরী আহাম্মেদ নওসাদ আজিজ(রাজন),কলেজের সহকারী অধ্যাপক কেশব চন্দ্র দেবনাথ, প্রভাষক আনোয়ার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য আকরাম আলি সেলিম।এসময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তি,জনপ্রতিনিধি ও এলাকাবাসী অংশ নেয়।শেষে মরহুম আজিজ আহাম্মদ চৌধুরীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাসানপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হোসেন।