সারা বিশ্বের মত বাংলাদেশেও ছিল করোনা মহামারী।এর মাঝে গোটা বিশ্বে মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষের আক্রান্তের হারও ছিল বহুগুন বেশি।কোভিড-১৯ তথা করোনা মহামারী থেকে কোমলমতি শিক্ষার্থীদের মুক্ত রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আবারো পূর্বের ন্যায় সরকারের নির্দেশনা অনুযায়ী শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিধি মেনে ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে।এরই মাঝে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পাঠযোগ্য করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহন করেছে স্ব-স্ব কর্তৃপক্ষ।তারই ধারাবাহিকতায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতি নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাথে শিক্ষকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ ১১ সেপ্টেম্বর শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মহসিন আলী সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠ দান করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।বিশেষ করে সরকার ঘোষিত সকল শর্ত যথাযথভাবে পালন করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ দান করতে বলেন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য জিয়া উদ্দীন শিমুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব শর্মা,শিক্ষক প্রতিনিধি মোঃ আকবর হোসেন,সদস্য আবদুল মতিন,সদস্য আমির হোসেন ও সদস্য সাবিনা ইয়াছমিনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।