সরকারি নির্দেশনা অনুযায়ী আজ ১২ সেপ্টেম্বর থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্রে করে ছাগলনাইয়ায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর ক্লাস শুরু হয়েছে।
দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের বরণ ও বিদ্যালয়ে আসার উৎসাহ বাড়াতে ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে নতুন রুপে সাজানোর চেষ্টা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সুসজ্জিত গেইট দিয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদেরকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মহসিন আলী। এসময় তিনি সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠ দান করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।বিশেষ করে সরকার ঘোষিত সকল শর্ত যথাযথভাবে পালনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ দান করতে বলেন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব শর্মা, শিক্ষক প্রতিনিধি মোঃ আকবর হোসেন ও শিক্ষকবৃন্দ।
পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে শ্রেনীকক্ষে দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের বসানো হয়। এই সময় দীর্ঘ দিন পর চিরচেনা বিদ্যাপিঠ, শিক্ষক ও সহপাঠীদের পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ দিন পর তারা প্রিয় বন্ধু বান্ধবদের সঙ্গে স্যারদের দেখা পেয়েছে। এতে তারা যেমন খুশি, তেমনি পড়াশুনার ক্ষেত্রে নতুন উৎসাহ যোগাবে। করোনার মধ্যে ঘরে থেকে তারা বিরক্ত হয়ে পরেছে। তাছাড়া পড়াশুনাও হত না। এখন নিয়মিত স্কুলে আসতে পারলে পড়াশুনাও ভাল করবে।