প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্মদিন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, দোয়া,অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।একই দিন দুপুরে মাদ্রাসা মিলনায়তনে দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোহাম্মদ ইউনুস। উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রউফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ ইউনুছ।আবদুর শুক্কুরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মান্না।শেষে মাদ্রাসা মাঠে একটি কৃষ্ণচাড়া গাছের চারা রোপন করা হয়।