ডিভোর্স নথি জালিয়াতির ঘটনায় ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তার মা সুমি আক্তারকে আগামী ৩১ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এ আদেশ দেন।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
এতে বলা হয়েছে, নাসির ও তামিমা সুলতানা তাম্মীর বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে।
এতে আরও উল্লেখ করা হয়, তামিমা ও রাকিবের বিবাহ বিচ্ছেদের যে নথি তা জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। বিচ্ছেদের আগেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী মো. রাকিব হাসান অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা দায়ের করেন। মামলা তদন্তভার পিবিআইকে দেয় আদালত।
রাকিবের দাবি, তামিমার সঙ্গে তার ১১ বছরের সংসার। দুজনের ৮ বছরের একটি মেয়েও আছে। কিন্তু সব ফেলে নাসিরকে বিয়ে করায় থানায় অভিযোগ করেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নাসিরের স্ত্রী পেশায় কেবিন-ক্রু, কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে।