পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ শ্রীলঙ্কায় পৌঁছবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে বুধবার সফরের চূড়ান্ত সূচি ও যুব দল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কান যুবাদের বিপক্ষে মেহেরব হাসানের নেতৃত্বে খেলবে সফরকারীরা। ১৫ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দেশ। পরের ম্যাচগুলো হবে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। প্রতিটি ম্যাচই ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
দল : মেহেরব হাসান (অধিনায়ক), আইচ মোল্লা, মফিজুল ইসলাম, ইফতিখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাসসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান, আহসান হাবিব, গোলাম কিবরিয়া; স্ট্যান্ডবাই : খালিদ হাসান, আশরাফুল ইসলাম, আরিফ আহমেদ, সাকিব শাহরিয়ার ও মাহফুজুর রহমান।