আগামী ২৮ নভেম্বর ফেনীর ছাগলনাইয়া উপজেলার ০৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষনার পর থেকে প্রচার প্রচারনা শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারন সদস্য এবং সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থীদের।নিজেকে প্রার্থী হিসেবে জানান দিতে মানুষের দ্বারে দ্বারে, পড়ায়-মহল্লায়,চায়ের দোকান কিংবা জনগুরুত্বপূর্ণ স্থানে চলছে দোয়া কামনা।তারই ধারাবাহিকতায় আগামী ইউপি নির্বাচনে আবারো ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য(মেম্বার) হতে চায় বর্তমান সদস্য হোসাইন আহাম্মেদ (বাচ্চু)।প্রায় ৪ হাজার জনসংখ্যা অধ্যুষিত এই ওয়ার্ডের সেবা দিয়ে যেতে কখনো অলসতাবোধ করেননি তিনি। তাই আবারো জনগনের ভালোবাসা ও দোয়া চান এই প্রার্থী। একান্ত সাক্ষাৎকারে হোসাইন আহাম্মেদ (বাচ্চু) বলেন বিগত সময়ে নিজের সাধ্যমত জনগনের সেবা দিয়ে যেতে চেষ্টা করেছি। সত্যিকার ভাবে যদি জনগনের সেবা করেই থাকি তাহলে আমার এলাকার জনগন যোগ্য প্রার্থী বিবেচনা করে আমাকে আবারো সেবা করার দায়িত্ব প্রদান করবে। জনগনের ভোটের মাধ্যমে আবারো নির্বাচিত করে আমার উপর দায়িত্ব অর্পন করা হলে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব ইনশাআল্লাহ্। উক্ত ওয়ার্ডটিতে ১ হাজার ৫ শত ১৩ জন ভোটার রয়েছে।উল্লেখ্য গত ২০১৬ সালের ১৪ জুন রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন