অবশেষে চ্যাম্পিয়নস লিগে জয়ের মুখ দেখল বার্সেলোনা। জেরার্ড পিকের একমাত্র গোলে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ১-০ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সা। ৩৬তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে দুর্দান্ত ভলিতে কিয়েভের জালে খুঁজে নেন পিকে।
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের জালে কাতালান জায়ান্টদের এটিই প্রথম গোল। সেই সঙ্গে কোম্যানের শিষ্যদের অবসান হলো চার ঘণ্টার বেশি সময় গোলহীন থাকার অপেক্ষা।
আসরের গ্রুপ পর্বে আগের দুটি ম্যাচে বাজেভাবে হেরেছিল বার্সা। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হারের পর পর্তুগাল সফরে বেনফিকার বিপক্ষেও সমান গোলে পরাস্ত হয় তারা।
দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখার জন্য কিয়েভের বিপক্ষে জয় দরকার ছিল বার্সার। লা লিগায় আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নেমে সেই কাজটিই করল কোম্যানের দল।
ম্যাচের শুরু থেকেই স্বচ্ছন্দ্যে খেলতে থাকে বার্সা। বল দখলে এগিয়ে থেকে কিয়েভের গোলপোস্টে ১১টি শট নিয়েছে তারা। তার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি। অথচ আগের দুই ম্যাচে একটিও লক্ষ্য রেখে শট নিতে পারেনি তারা।
এই জয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট তালিকার তিনে আছে বার্সা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। জার্মান জায়ান্টরা বেনফিকাকে তাদেরই ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। এক পয়েন্ট নিয়ে কিয়েভ চারে। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা।
গ্রুপে বার্সা পরের ম্যাচ খেলবে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়।