ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নে ৫ নং লাঙ্গলমোড়া ওয়ার্ডে ৫০ বছর কোন ভোট কেন্দ্র নেই।তাই এই এলাকার মানুষ ভোট দিতে হয় অন্য ওয়ার্ডে গিয়ে।উক্ত বিষয়ে তাদের নিজ ওয়ার্ডে স্বতন্ত্র ভোট কেন্দ্র চালুর দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে ওয়ার্ডবাসি।স্থানীয় আনোয়ার হোসেনসহ নাম প্রকাশ না করার শর্তে অনেক এলাকাবাসি জানায় পাশের ওয়ার্ডে গিয়ে ভোট দিতে গিয়ে একদিকে ভোটারদের চরম দূর্ভোগে পড়তে হয় আবার কেউ কেউ ভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট দিতে অপারগতা প্রকাশ করে।অভিযোগ উঠেছে পাশের ওয়ার্ডের কিছু কুচক্রী মহলের ইন্দনে এবং ৫ নং ওয়ার্ডে ভোট গ্রহনের জন্য কোন প্রতিষ্ঠান বা যথাযথ ব্যবস্থা নেই বলে অযুহাত দেখিয়ে ৫ নং ওয়ার্ডের ভোটারদেরকে ভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রদান করতে বাধ্য করে।যার ফলে ৫ নং ওয়ার্ডবাসি তাদের কষ্ট লাঘবের জন্য এবং সহজে নিজ ওয়ার্ডে তাদের মূল্যবান ভোট প্রদান করার জন্য জামেয়াতুশ উলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিম খানা নামের এই দ্বিতল ভবনটিতে ভোটকেন্দ্র চালুর জোর দাবি জানায়।এখানে ভোট কেন্দ্র চালু করা হলে ভোটাররা একদিকে স্বল্প সময়ে যেতে পারবে অপরদিকে চরম দূর্ভোগ থেকে রেহাই পাবে।নিজ ওয়ার্ডে ভোট কেন্দ্র চালুর দাবি ওয়ার্ড বাসির।আর নিজ ওয়ার্ডে ভোট কেন্দ্র চালু করা হলে গণতান্ত্রীক অধিকার চর্চা করতে পারবে উক্ত ওয়ার্ডের জনগন। উপজেলা নির্বাচন কর্মকর্তা , রির্টানিং কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন জানায় ভোট কেন্দ্রের গেজেট অনুযায়ী একই ওয়ার্ডেই ভোট গ্রহন হবে প্রয়োজনে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করা হবে।এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ডে গিয়ে ভোট দিতে পারবেনা।উল্লেখ্য উক্ত ওয়ার্ডটিতে প্রায় ১ হাজার ৩ শত ১৮ জন ভোটার রয়েছে।