ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন উপাধ্যক্ষ ড. মোহাম্মদ মহাতাব হোসেন প্রামানিক।
অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর ড. মোহাম্মদ মহাতাব হোসেন প্রামানিককে ফুলেল শুভেচ্ছা জানায় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
তারই ধারাবাহিকতায় অত্র কলেজে ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এজেন্ট শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এজেন্ট ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও শেয়ার হোল্ডার বৃন্দ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, পরিচালক-ইসমাইল হোসেন,পরিচালক (সার্বিক)ও দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ শিকদার , এজেন্ট ব্যাংক এর আউটলেট ম্যানেজার মোঃ আলাউদ্দিন , এজেন্ট ব্যাংকের অফিসার সাইদুল ইসলাম ,আরিফুল হাছান ।
উল্লেখ্য আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ পদে ০৯ আগস্ট ২০০৬ সালে যোগদান করেন ড. মোহাম্মদ মহাতাব হোসেন প্রামাণিক ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রথমবার দায়িত্ব পালন করেন ৩১ মার্চ ২০১৪ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০১৫ সাল পর্যন্ত দ্বিতীয়বার দায়িত্ব পান ১৪ মার্চ ২০১৮ থেকে ১১ মে ২০১৮ সাল পর্যন্ত তৃতীয়বার দায়িত্ব পান ১৬ অক্টোবর ২০২১ইং।
উল্লেখ্য যে অজো পাড়াগাঁয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, শিক্ষাবিদ এনামুল হক চৌধুরী। ১৯৯৫ সালে তার প্রয়াত বাবা আলহাজ্ব আবদুল হক চৌধুরীর নামে এটি প্রতিষ্ঠা করেন।