রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন লেগে ৫ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন শ্রমিক। তারা শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জুতার সোল তৈরির কারখানা ছিল সেটি। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নিহতদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।